Definition List

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 2, 2018

বৃষ্টি উপেক্ষা করে চলছে শিক্ষার্থীদের আন্দোলন


এ সম্পর্কিত ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন


বাস চাপায় দুই শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় আজ ৫ম দিনের মতো আন্দোলর চালিয়ে যাচ্ছে স্কুল শিক্ষার্থীরা। স্কুল বন্ধ ঘোষনা করার পরও স্কুলে পোষাক পরে বৃষ্টি মাথার করে আন্দোলন করছে। এটি শুধু আন্দোলন নয়, পাশাপাশি সচেতনতা মূলক কাজ করে দেখিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। পরিবহন জগত কতটা অন্ধকার জগত তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা। সব ধরনের পরিবহনের কাগজপত্র দেখাতে ও পুলিশ হয়ে পুলিশের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য করছে। অথচ এমনটাই হওয়া উচিত ছিল সবসময়কার চিত্র।কিন্তু কেন হচ্ছে না? প্রভাবশালী ব্যক্তিরা এদের মদদ দেয়ার কারনে আরো বেপোরোয়া হয়ে উঠে পরিবহন জগত। সরকারি আমলা, মন্ত্রী, এমপি, পুলিশ কারোই লাইসেন্স ও ফিটনেস নেই। একদিনে এটি হয়নি । দীর্ঘদিন ধরে এটি চলে এসছে আমাদের দেশে। এ থেকে পরিত্রান পেতে হবে।

আমরা চাই আমাদের দেশের পরিবহন জগতটা মানুষকে মানুষ মনে করে মানুষ হয়। কারণ তারা সরকারের চাইতে বেশি প্রভাব বিস্তার করে থাকে। এর রকম একটা আন্দোলন আমাদের দরকার ছিল। এ থেকে যদি ভাল কিছু হয় তাহলে এরকম আন্দোলন হওয়া দরকার। শুভ কামন কামনা আন্দোলন রত শিক্ষার্থীদের জন্য। আর আশা করি সরকার কঠোর হবে এ দিকে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages